‘কাশ্মীর বিক্রি করে দিয়েছেন ইমরান খান’
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২১ আগস্ট ২০১৯
ঘরে-বাইরে সমানভাবে সমালোচনার শিকার হচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার নিজের প্রাক্তন স্ত্রীর তোপের মুখে পড়লেন তিনি। তার বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন স্ত্রী রেহাম খান। কাশ্মীর নিয়ে এমন কিছু হতে পারে তা নাকি আগেই বুঝতে পেরেছিলেন ইমরান খান। কিন্তু তিনি সব সময়ই সিদ্ধান্তহীনতায় ভোগেন বলে অভিযোগ করলেন রেহাম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করতে কাশ্মীর বেচে দিয়েছেন ইমরান খান। পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাবেক স্ত্রীর এমন মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। রেহাম বলেন, কাশ্মীর ইস্যুতে দিল্লির পরিকল্পনা আগেই জানতে পেরেছিলেন ইমরান। কিন্তু তিনি আসলে মোদির সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বলতে চাই কাশ্মীর বেচে দেয়া হয়েছে। এমনকি রেহাম খান দাবি করেন, তিনি একথা অনেক আগেই ইমরানের দলের এক কাশ্মীরি সদস্যকে জানিয়েছিলেন। এমনটা হতে পারে এমন ইঙ্গিতও দিয়েছিলেন। আর যেদিন ভারত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেন সেদিন ওই কাশ্মীরি তাকে ফোন করে বলেন যে, আপনি যা বলেছিলেন তাই সত্যি হলো।
রেহম আরও বলেন, আমি ইমরানকে বলেছিলাম যে, দোয়া করুন এমন দিন যেন না আসে। ইমরান একজন সিদ্ধান্তহীনতায় ভোগা ব্যক্তি। তিনি বলেছেন যে, এমনটা হতে পারে তা জানতেন। যখন পুলওয়ামায় হামলার ঘটনা ঘটেছিল তারপরেই তিনি ধারণা করেছিলেন এমনটা হতে যাচ্ছে।
রেহাম বলেন, ইমরান খান যেহেতু জানতেনই এমনটা হতে যাচ্ছে তাহলে কেনো গত ৩-৪ মাস ধরে নরেন্দ্র মোদিকে ফোন করে গিয়েছেন? ইমরান যখন জানতেনই এমন কিছু হতে পারে তারপরেও সতর্ক না হওয়া মানে তিনি আসলে দুর্বল ব্যক্তিত্ব। রেহাম স্পষ্ট ভাষায় দাবি করেন, কাশ্মীর বিক্রি হয়ে গেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিক থেকে এই পদক্ষেপ সঠিক। কারণ তিনি এটা করবেন এমন শর্তেই বিপুল ভোটে জয়ী হয়ে এসেছেন।
টিটিএন/জেআইএম