নাগরিক তালিকায় নাম নেই বরের, বিয়ে বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৭ পিএম, ২০ আগস্ট ২০১৯

ভারতের জাতীয় নাগরিক পঞ্জিকায় (এনআরসি) নাম না থাকায় আসামের শিলচরের এক বাসন্দিার বিয়ে বাতিল হয়েছে। জাতীয় নারগিকপঞ্জিতে বরের নাম না থাকায় বিয়ে বন্ধ করে দিয়েছে কনের পরিবার। তবে এতে না দমে বাড়ি থেকে পালিয়ে গেছেন হবু বর-কনে।

শিলচরের নয়াগ্রামের বাসিন্দা দিলওয়ার হুসেন লসকরের সঙ্গে রুবিনার বিয়ে ঠিক হয়েছিল। বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে সম্পর্ক ছিল। নিজেদের পরিবারের কাছে পরস্পরকে বিয়ে করার অনুমতি চাইলে দুই পরিবারই সম্মতি দেয়।

দেশটির একটি দৈনিক বলছে, সেই অনুযায়ী বিয়ের আয়োজনও প্রায় শেষ; আর কয়েকদিন পরই বিয়ের কথা ছিল। কিন্তু হঠাত্ বরের বাবা কুতুব উদ্দিন বারো ভুঁইয়ার মাথায় প্রশ্ন জাগে যে দিলওয়ারের নাম এনআরসি তালিকায় আছে কিনা।

তখন দিলওয়ার জানান, নাগরিকপঞ্জির পরীক্ষায় বর পাশ করতে পারেনি। যদিও চূড়ান্ত এনআরসি তালিকা ৩১ আগস্ট বেরোবে, কিন্তু তার আগেই বিয়ে বাতিল করে দেন কুতুব। তার মেয়ের বিয়ে ভারতের নাগরিক নয়, এমন কারও সঙ্গে তিনি দেবেন না বলে জানান। এরপরই দিলওয়ার ও রুবিনা বাড়ি থেকে পালিয়ে যান। দিলওয়ারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন কুতুব।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।