দিনাজপুর কলেজের হল থেকে শিবিরের ৯ কর্মী আটক
গোপনে বৈঠক করার সময় দিনাজপুর মেডিকেল কলেজ আবাসিক হল থেকে ছাত্র শিবিরের ৯ কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টায় আটকদের দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার রাত ৩টায় দিনাজপুর মেডিকেল কলেজের ডা. ইউসুফ আলী হল থেকে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন, মো. নেওয়াজ শরীফ (২৩), মো. জাকির হোসাইন (২৫), মো. আবু সাঈদ (২২), মো. মেহেদী হাসান (২০), মো. সাদ্দাম হোসেন (২৩), মো. মামুনুর রশীদ (২২), শাহ মো. ওবায়দুল্লাহ (২০) রায়হান মিয়া সবুজ (২০) জাফর ইকবাল (২৩)। এরা সকলেই দিনাজপুর শহরের বাসিন্দা।
কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিশ্বনাথ দাশ গুপ্ত জানান, দিনাজপুর মেডিকেল কলেজের ডা. ইউসুফ আলী হলে বেশ কিছু বহিরাগত ছেলে বৈঠক করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোট ৯ জনকে আটক করা হয়। এ সময় কয়েকজন পালিয়ে যায়। পরে আটকদের পরিচয় যাচাই-বাচাই করে জানা যায় তারা সকলেই ইসলামী ছাত্রশিবিরের কর্মী।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা পরিকল্পনার গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়েছে। আটকরা সকলেই ইসলামী ছাত্রশিবিরের কর্মী।
এ ব্যাপারে দিনাজপুর মেডিকেল কলেজের পক্ষে ডা. মো. নুরুল ইসলাম বাদী ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি