কাশ্মীরে মোবাইল-ইন্টারনেট সেবা চালু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২০ পিএম, ১৭ আগস্ট ২০১৯

জম্মু-কাশ্মীরের স্তব্ধতা কাটতে শুরু করেছে। সোমবার থেকে সেখানকার সব স্কুল-কলেজ খুলবে। এরই মধ্যে সরকারি দফতরও চালু হয়েছে। এবার বেশকিছু জায়গায় টেলিফোন ও ইন্টারনেট পরিষেবাও চালু হয়েছে। মোট ১০০ টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে ১৭টি চালু করা হয়েছে। চালু করা হয়েছে প্রায় ৫০ হাজার ল্যান্ডলাইন। শ্রীনগরের কিছু কিছু এলাকায় চালু হয়েছে টেলিফোনের ল্যান্ডলাইন পরিষেবা।

প্রায় দুই সপ্তাহ আগে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের আগেই নিরাপত্তার কারণে পুরো জম্মু-কাশ্মীরে টেলিফোন ও সব রকম ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

বাদগাম, সোনমার্গ ও মধ্য কাশ্মীরের মনিগাম এবং উত্তর কাশ্মীরের গুরেজ, তাঙ্গমার্গ, উরি কেরন কারনা, তাঙ্গধারে শনিবার থেকেই ল্যান্ডলাইন পরিষেবা চালু হয়েছে। শ্রীনগরে ওই পরিষেবা চালু হয়েছে বিমানবন্দরের কাছাকাছি এলাকা, সিভিল লাইন্স ও ক্যান্টনমেন্ট এলাকায়।

মোবাইলে ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে জম্মুর পাঁচটি জেলায়। এর মধ্যে রয়েছে- জম্মু, রিয়াসি, সাম্বা, কাঠুয়া ও উধমপুর। শুক্রবার কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানিয়েছে, জম্মু-কাশ্মীরকে দ্রুত স্বাভাবিক করে তোলার জোর চেষ্টা চলছে। প্রতিদিনই খতিয়ে দেখা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি।

টিটিএন/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।