নাগা জাতীয় পতাকা হাতে স্বাধীনতার ইঙ্গিত দিল মণিপুর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পিএম, ১৬ আগস্ট ২০১৯

ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর কাশ্মীরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে আরেকটি রাজ্য মোদি সরকারের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যে গতকাল মণিপুর রাজ্যে নাগা জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। বিশেষ করে রাজ্যের সেনাপতি জেলায় গোটা দেশ থেকে কয়েক হাজার নাগা জনগোষ্ঠীর মানুষ একত্রিত হয়ে ‘নাগা স্বাধীনতা দিবস’ পালন করে।

India-2.jpg

এ ঘটনায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে উত্তর-পূর্বের এই রাজ্যটি আবারও অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, আসাম ও মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে নাগা স্বাধীনভূমি বা ‘নাগালিম’ গড়ার ডাক দিয়ে আসছে সেখানকার বাসিন্দারা। নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনএসসিএন এই দাবিতে অনেক দিন ধরেই সহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছে। সংগঠনটি দুই ভাগ হয়ে যাওয়ার পর মুইভা গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া আপাতত শান্ত নাগাল্যান্ড। কিন্তু পতাকা উত্তোলনে আবারও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

India-2.jpg

উল্লেখ্য, কয়েকদিন আগ পর্যন্ত ভারতের সংবিধানের ৩৭০ ধারার জন্য বিশেষ মর্যাদা পেত কাশ্মীর। একইভাবে নাগাল্যান্ডসহ উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোও ৩৭১ ধারার ফলে বিশেষ কিছু সুবিধা পেয়ে আসছে। এ কারণে ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ায় সেখানকার মানুষের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ফলে নাগা জাতীয় পতাকা উত্তোলন এক ধরনের বিচ্ছিন্নতাবাদী পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।

এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।