মিয়ানমারে মিলিটারি একাডেমিতে হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৫ আগস্ট ২০১৯

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মানদালার একটি মিলিটারি একাডেমিতে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সেনাবাহিনীর তরফ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন বলেন, পিন ও লুইন এলাকায় অবস্থিত দ্য ডিফেন্স সার্ভিসেস টেকনোলজি একাডেমিতে (ডিএসটিএ) বৃহস্পতিবার সকালে হামলা চালানো হয়েছে।

ওই সেনা মুখপাত্র আনাদোলু নিউজ এজেন্সিকে বলেন, এই হামলায় এক বেসামরিক নিহত হয়েছেন এবং আরও এক সেনা আহত হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে একটি সশস্ত্র গোষ্ঠী পিন ও লুইনের একটি সেনা চেকপোস্ট এবং শান রাজ্যের নাওং চোতে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, শান রাজ্যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাদক কারখানায় সেনা অভিযানের জবাবে এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তা'য়াং ন্যাশনাল লিবারেশন আর্মি ওই হামলা চালিয়েছে।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।