গরুকে রাখি বাঁধলেন এই বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪০ পিএম, ১৫ আগস্ট ২০১৯

আজ রক্ষাবন্ধন। সম্প্রীতির উৎসব। ভাইবোনের উৎসব। ভাইয়ের মঙ্গল কামনায় তার হাতে রাখি পরিয়ে দেয় বোন। আর বোনের পাশে থেকে তাকে আজীবন সুরক্ষার প্রতিশ্রুতি দেয় ভাই।

প্রতি বছরই এই দিনে বোনেরা তাদের ভাইদের রাখি পরিয়ে দেয়। কিন্তু ভারতের লক্ষ্ণৌওতে বিজেপি নেতা ভুক্কল নবাব
একটি গরুর গলায় রাখি পরিয়েছেন। তার আগে অবশ্যকে গরুকে পূজাও দিয়েছেন এই বিজেপি নেতা এবং তার সঙ্গে থাকা কর্মীরা।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে। মানুষের সঙ্গে গরুর সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং গোহত্যা বন্ধ করতেই এই আয়োজন করা হয়েছে বলে জানালেন ভুক্কল।

গত বছরই সমাজবাদী দল (সপা) ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন নিজেকে হনুমান ভক্ত বলে পরিচয় দেওয়া এই ব্যক্তি। বর্তমানে উত্তর প্রদেশে বিজেপির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ভুক্কল। তিনি বলেন, বৃহস্পতিবার গরুকে পূজা দেয়ার পর তাকে রাখি পরিয়ে রক্ষাবন্ধন উৎসব শুরু করেন তারা।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।