আত্মহত্যা করতে চেয়েছিলেন মনিকা


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ২২ অক্টোবর ২০১৪

হোয়াইট হাউসের সাবেক শিক্ষানবিশ কর্মী মনিকা লিউনস্কি আত্মহত্যা করতে চেয়েছিলেন। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে রোমান্সের খবর ফাঁস হওয়ার পর তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন বলে মুখ খুললেন আলোচিত এই নারী।

সোমবার ফিলাডেলফিয়ায় ফোর্বস থার্টি আন্ডার থার্টি সম্মেলনে বক্তৃতাকালে তিনি একথা তুলে ধরেন। তিনি বলেন, ওই খবর ফাঁসের পর ইন্টারনেটের মাধ্যমে যেসব সংবাদ ও গাল গল্প প্রচারিত হয় সেগুলোর কারণে ওই সময় আমি আত্মহত্যার কথা ভেবেছি। তিনি জানান, কম্পিাউটারের পর্দায় লেখাগুলো দেখে ‘ও ঈশ্বর’ বলে চিৎকার করতাম। তখন কেবল ভাবতাম ‘আমি মরতে চাই’।

মনিকা জানান, এসব কারণে সাইবার নিপীড়নের শিকার যারা তাদের রক্ষায় তিনি এগিয়ে আসতে চান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে যৌন কেলেংকারির খবর প্রকাশের পর থেকে দীর্ঘদিন ধরে তিনি নিজেই হাসি ঠাট্টার শিকার হয়ে আসছেন। এখন থেকে যারা এ ধরণের নিপীড়নের শিকার হবেন তাদের পাশে দাঁড়াবেন তিনি। মনিকা বলেন, এক দশক আগে যে ধরনের ঠাট্টা তামাশা ও হয়রানি তার জীবনকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল সে ধরণের পীড়নের শিকার যারা তাদের সাহায্যে তিনি এগিয়ে আসবেন। সূত্র: এএফপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।