হাতির হামলা থেকে প্রাণে বাঁচতে গাছে মাচা করে বসবাস!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২২ এএম, ১৩ আগস্ট ২০১৯

উদিয়া মহাকুদ। হাতির উপদ্রবে ঘর-বাড়ি খুইয়ে নিঃস্ব তিনি। ফের বাড়ি বানিয়ে নেয়ারও সাধ্য নেই। হাতির হামলা থেকে প্রাণ বাঁচাতে শেষমেশ তাই জঙ্গলে গাছের ওপরেই খড় বিছিয়ে বসবাস শুরু করে দেন বছর চল্লিশের এই ব্যক্তি। সঙ্গে তার পাঁচ বছরের ছেলেও রয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝাড় জেলায়।

ভারতের সংবাদ সংস্থা এএনআই জানায়, উদিয়া কেওনঝাড়ের কুসুমিতা গ্রামের বাসিন্দা। একা উদিয়া নয়, কুসুমিতা গ্রামের অধিকাংশ বাসিন্দাকেই হাতির হামলা থেকে প্রাণে বাঁচাতে উঁচু গাছের ডালে মাচা করে রাত কাটাতে হচ্ছে।

জেলা বন বিভাগ জানিয়েছে, কেওনঝাড়ে প্রায় ৫০টি হাতি রয়েছে। এরই মধ্যে অন্তত ১০টি হাতির একটি দল কুসুমিতা গ্রামে ঘন ঘন হানা দিচ্ছে।

হাতির গতিবিধির ওপর নজর রাখতে এবং গ্রামে উপদ্রব ঠেকাতে ইতোমধ্যেই একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানায় বন বিভাগ।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।