পাকিস্তান লিগে খেলবেন গেইল


প্রকাশিত: ১০:৩৮ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

আগামী বছর ফেব্রুয়ারিতে দোহায় অনুষ্ঠিত হচ্ছে প্রথমবারের মত পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আর এই লিগে খেলতে সম্মত হয়েছেন ক্যারিবীয়ান ক্রিকেটার ক্রিস গেইল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান নাজাম শেঠী এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লীগসহ বিশ্বের প্রায় সব জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে খেলেছেন গেইল। গেইলের খেলার কথা জানিয়ে শেঠী বলেন, তারা ওয়েস্ট ইন্ডিজের এই হার্ড হিটিং ব্যাটসম্যানের সঙ্গে বেশ কিছুদিন যাবত আলোচনা করছেন। আর শেষ পর্যন্ত গেইলের সাথে সফল আলোচনায় পিএসএল কর্তৃপক্ষ বেশ খুশী।

শেঠী আরও জানান, প্রায় ৮০ জন বিদেশী খেলোয়াড় পিএসএলের সম্মতিপত্রে স্বাক্ষর করেছেন। এর মধ্যে থেকে সেরা ২০ থেকে ২৫ জন খেলোয়াড়কে খুব শিগগিরই বাছাই করা হবে। গেইল ছাড়া পিসিবির বিবেচনায় আরো রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিয়েরন পোলার্ড, সুনীর নারাইন, ডুয়াইন ব্র্যাভো, ডুয়াইন স্মিথ, স্যামুয়েল বাদ্রি এবং ইংল্যান্ডের কেভিন পিটারসন ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের মতো তারকা খেলোয়াড়রা।

পিসিবির সাবেক চেয়ারম্যান শেঠী পিএসএলের কার্যনির্বাহী কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। গত সপ্তাহে টি-টোয়েন্টি লিগের শুভেচ্ছা দূত হিসেবে পাকিস্তানের দুই সাবেক তারকা ওয়াসিম আকরাম ও রমিজ রাজার সাথে চুক্তি করেছে পিএসএল।
 
আরটি/এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।