লতিফের আসনে উপ-নির্বাচন ২৮ অক্টোবর


প্রকাশিত: ১০:৩৫ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

টাঙ্গাইল-৪ আসন (কালিহাতি) অর্থাৎ আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শূন্য আসনে ২৮ অক্টোবর বুধবার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মনোনায়নপত্র দাখিলের সুযোগ পাবেন। ৩ অক্টোবর হবে যাচাই-বাছাই। আর মনোনায়নপত্র প্রত্যাহার করা যাবে ১১ অক্টোবর পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ মঙ্গলবার এ আসনের উপ-নির্বাচনের এই তফসিল  ঘোষণা করেন।

জানা যায়, আসনে এর আগে আওয়ামী লীগের নৌকা প্রতীকে পাঁচবার এমপি নির্বাচিত হয়েছিলেন আবদুল লতিফ সিদ্দিকী। হজ নিয়ে মন্তব্যের কারণে বিতর্কের মধ্যে গতবছর তাকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি দল থেকেও বহিষ্কার করা হয়। এরপর তার সংসদ সদস্যপদ থাকা নিয়ে জটিলতার নিষ্পত্তিতে শুনানির আয়োজন করে নির্বাচন কমিশন। লতিফ এর বিরোধিতায় আদালতে গেলেও তার আবেদন খারিজ হয়ে যায়।

পরে ২৩ আগস্ট ওই শুনানিতে গিয়ে নিজেই পদত্যাগ করবেন বলে জানান লতিফ সিদ্দিকী। এরপর সংসদের বৈঠকে এক আবেগঘন বক্তব্যের মধ্য দিয়ে তিনি এমপি থেকে পদত্যাগ করেন।

এইচএস/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।