কুয়েতে মসজিদে বোমা হামলা : ৭ জনের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ১০:১৩ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

কুয়েতের একটি শিয়া মসজিদে বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি  আদালত। মঙ্গলবার এ আদেশ দেয়া হয়েছে। খবর বিবিসি।

চলতি বছরের ২৬ জুন দেশটির পূর্বাঞ্চলের ওই শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় অন্তত ২৬ জন নিহত ও ২২০ জন আহত হয়।

ওই হামলায় সৌদি আরবের এক আত্মঘাতী বোমা হামলাকারীকে সহযোগিতার অভিযোগে ২৯ জনকে অভিযুক্ত করে বিচারকাজ শুরু হয়। তাদের মধ্যে সাতজন নারী।

এদিকে, ওই মসজিদে হামলার দায় স্বীকার করেছে চরমপন্থী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। হামলায় ভূমিকার জন্য সাতজনকে এ দণ্ড দেয়া হয়।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।