অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

রাজবাড়ীতে চাঞ্চল্যকর স্কুলছাত্র মৃদুল হত্যা মামলার অন্যতম আসামি পিয়াল বিশ্বাস ওরফে পিয়ালকে (২৩) ১টি দেশীয় শুটারগান ও ২টি কার্তুজসহ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সদর হাসপাতালের পিছনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত পিয়াল জেলা সদরের পৌর এলাকার সজ্জনকান্দা গ্রামের মো. টাবলু বিশ্বাসের ছেলে।

রাজবাড়ী সহকারী পুলিশ সুপার (সার্কেল) মঙ্গলবার বেলা ১১ টায় সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জহুরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পিয়ালকে সোমবার রাত পৌনে ১২টার দিকে সদর হাসপাতালের পিছনের সড়ক থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কোমরে গোজা গুলি লোড করা অবস্থায় দেশীয় তৈরি ১টি ওয়ান শুটারগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত পিয়ালের বিরুদ্ধে সদরের দাদশী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দাদশী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মমিন মোল্লার ছেলে ১০ম শ্রেণিতে পড়ুয়া মেধাবী ছাত্র নাহিদ হাসান মৃদুল হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ২টি জিআর মামলা ৪৫১/১২, ৩৪০/১২, সিআর মামলা ৭৪৯/১৪ ও ৩০২/৩৪ দ.বি. হত্যা মামলা নং ৩১ রয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের জুন মাসের ১৯ তারিখে রাজবাড়ীতে দিনে দুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ভুড়ি বের করে মৃদুলকে হত্যা করে সন্ত্রাসীরা। পরে এ ব্যাপারে ২১ জুন মৃদুলের বাবা আব্দুল মমিন মোল্লা বাদী হয়ে ৭ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রুবেলুর রহমান/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।