বাড়িতেই স্ট্রিপ ক্লাব গড়লেন গেইল


প্রকাশিত: ০৪:৫৯ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

ক্যারাবিয়ান ক্রিকেট সেনসেশন ক্রিস গেইল জামাইকায় নিজের বাড়িকে স্ট্রিপ ক্লাব গড়ে তুলেছেন। শুধু গড়ে তুলেছেন তা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে ভক্তদের জানিয়েও দিয়েছেন- শুধু মাঠেই এন্টারটেনার নন, বাড়িতেও বটে।

ক্রিস গেইল সারাবিশ্বে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য ব্যাপক জনপ্রিয়। দর্শকদের মনোরঞ্জন দেওয়ার ক্ষেত্র নাম্বার ওয়ান এই জামাইকান বাঁ-হাতি ব্যাটসম্যান। বড় বড় ছক্কা হাঁকিয়ে কখনো বল নদীতে ফেলে দেওয়া আবার কখনো স্টেডিয়ামের পাশে বাড়ির ছাদে ফেলে দেওয়াতে তার জুরি নেই। আর এর জন্য ভক্তরা তাকে অনেক ভালোবাসেন।  

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্তাগ্রামে প্রায় তিন লক্ষাধিক ফলোয়ার রয়েছে তার। রোববার নিজের ইনস্তাগ্রামে স্ট্রিপ ক্লাবের একটি ছবি আপলোড করেন গেইল। এছাড়া টুইটারে আরো একটি ছবি আপলোড করে তিনি বলেন, ‘বাড়িতে স্ট্রিপ ক্লাব না থাকলে সে আবার কিসের ক্রিকেটার! আমি মনে করি অতিথি বাড়িতে এলে তাদের মনোরঞ্জনের জন্য স্ট্রিপ ক্লাব থাকা দরকার।’

গেইল কখনোই নিজের কোন ছবি পোস্ট করতে ভয় পান না। ললনাদের নিয়ে পুলের ছবিও তিনি হরহামেশাই আপলোড করেন। এবার স্ট্রিপ ক্লাব গড়ে তুললেন, আর ভক্তদের একে ‘হাঙ্কি পাঙ্কি’ নামে পরিচয় করিয়ে দিলেন।

আরটি/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।