কুমিল্লার নতুন থানা বাঙ্গরা বাজার
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে আরো একটি নতুন থানা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন ওই থানার নাম বাঙ্গরা বাজার। সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠক শেষে প্রশাসনিক সংস্কার সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা যায়, নিকারের সভায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে মন্ত্রী পরিষদ সচিব মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া বলেন, পর্যায়ক্রমে ফরিদপুর বিভাগ এবং কুমিল্লা ও নোয়াখালী জেলা মিলে নতুন আরেকটি বিভাগ করা হবে। এছাড়াও সভায় কুমিল্লার মুরাদনগর থানাকে বিভক্ত করে আরেকটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত নিকার অনুমোদন করেছে। ফলে মুরাদনগর উপজেলায় দুটি থানা হবে। নতুন থানার নাম হবে ‘বাঙ্গরা বাজার’।
মুরাদনগর বাংলাদেশের অন্যতম বৃহত্তম উপজেলা। ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত এই বৃহৎ উপজেলাকে দুই ভাগে বিভক্ত করে শ্রীকাইল, আন্দিকোট, রামচন্দ্রপুর (উ.), আকুবপুর, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা এবং টনকি এই ১০টি ইউনিয়ন নিয়ে নতুন বাঙ্গরা বাজার থানা গঠিত হচ্ছে। এই নতুন থানার আয়তন হবে ১৮৯ বর্গ কিলোমিটার, জনসংখ্যা দুই লাখ ২০ হাজার ৭৪০ জন।
এদিকে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে নেমে আসে উৎসবের আমেজ। এলাকায় মিষ্টি বিতরণও করা হয়।
এ বিষয়ে ঢাকা থেকে মুঠোফোনে এক প্রতিক্রিয়ায় মুরাদনগরের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন জাগো নিউজকে বলেন, মুরাদনগর দীর্ঘ দিন ধরে অবহেলিত ছিল, কিন্তু গত সংসদ নির্বাচনের পর থেকে এলাকার উন্নয়নের পাশাপাশি মুরাদনগরে নতুন থানা ও পৌরসভা প্রতিষ্ঠার দাবির বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেন। তাই সরকারের সিদ্ধান্তে আমি আনন্দিত ও গর্বিত। এ জন্য সংসদীয় এলাকার পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কামাল উদ্দিন/এসএস/এমএস