কাশ্মীরের মর্যাদা বাতিল : ইরান বললো নজরে রয়েছে
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০৭ আগস্ট ২০১৯
ভারত ও পাকিস্তানকে আলোচনায় মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে জম্মু-কাশ্মীর সংকটের সমাধান করার আহ্বান জানিয়েছে ইরান। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এক বিবৃতিতে এ আহ্বান জানান।
কাশ্মীরের পরিবর্তিত পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ইরান জম্মু-কাশ্মীরের বিষয়ে ভারত সরকারের সর্বসাম্প্রতিক সিদ্ধান্ত এবং এ বিষয়ে নয়াদিল্লি ও ইসলামাবাদের ব্যাখ্যা পর্যবেক্ষণ করছে। সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রেখেছে।
তিনি বলেন, ইরান আশা করে বন্ধুপ্রতীম ও আঞ্চলিক অংশীদার ভারত ও পাকিস্তান এ অঞ্চলের জনগণের স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানে কার্যকরি পদক্ষেপ নেবে।
ভারত জম্মু-কাশ্মীরকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করেছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদাও বাতিল করে দিয়েছে। এর ফলে কাশ্মীদিদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে নতুনকরে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। পার্সট্যুডে।
এসআইএস/এমএস