ভার্চুয়াল রিয়েলিটি আনছে ফেসবুক


প্রকাশিত: ০৩:৫০ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

মোবাইল ডিভাইসের জন্য প্রযুক্তিভিত্তিক বিনোদনের তাৎপর্যপূর্ণ সংযোজন ভার্চুয়াল রিয়েলিটি আনছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এজন্য একটি স্ট্যান্ড অ্যালোন অ্যাপ উন্নয়ন করছে ফেসবুক। ফলে অন্য কোনো অনুষঙ্গ ছাড়াই ৩৬০ ডিগ্রির ভিডিও দেখা যাবে। একটি অ্যাপের মাধ্যমেই ভার্চুয়াল রিয়েলিটি উপভোগ করা যাবে।

জানা যায়, অ্যাপটি ব্যবহার করা যাবে অ্যাপলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েডসহ নানা প্লাটফর্মে। তবে অ্যাপটির উন্নয়ন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কবে নাগাদ তা পুরোপুরি সম্পন্ন হবে, তা জানা যায়নি।

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ভার্চুয়াল রিয়েলিটি খাতকে দীর্ঘদিন ধরেই গুরুত্ব দিয়ে আসছেন। তার মতে, কম্পিউটিং যন্ত্র হিসেবে মোবাইল ডিভাইসের পরই থাকবে ভার্চুয়াল রিয়েলিটি।

বিশ্লেষকদের মতে, গত কয়েক দশকে ভার্চুয়াল রিয়েলিটির উন্নয়ন নিয়ে ব্যাপক উত্থানপতন হয়। গত বছর ফেসবুক কর্তৃপক্ষ ভার্চুয়াল রিয়েলিটি কোম্পানি অকুলাস ভিআরকে অধিগ্রহণ করলে খাতটি নিয়ে আরো বেশি আলোচনা জমে ওঠে।

গত মার্চে মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, ফেসবুকের নিউজ ফিডে স্ফেরিক্যাল ভিডিও দেখানো হবে। একজন ব্যবহারকারী চাইলে ভিডিওর অভ্যন্তরে পছন্দ মতো একটি দৃষ্টিকোণ থেকেও ডিডিও উপভোগের সুবিধা পাবেন।

ফেসবুকের অধিগ্রহণ করা কোম্পানিটি আগামী বছরের প্রথম প্রান্তিকে প্রথম অকুলাস হেডসেট বাজারে আনবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।