রাস্তায় ফেলে নারীকর্মীকে নির্যাতন : অপুর জামিন, তপু জেলহাজতে
সিলেটে নগরের আম্বরখানায় প্রকাশ্যে রাস্তায় ফেলে এক নারীকর্মীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত দুই ভাই আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার সিলেট মহানগর হাকিম ১ম আদালতে আত্মসমর্পন করে তপু ও তার ভাই অপু জামিন প্রার্থনা করেন। তবে আদালতের বিচারক সাহেদুল করিম অপুর জামিন মঞ্জুর করলেও তার ভাই তপুকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কমর উদ্দিন জানান, আম্বরখানায় নাজমা আক্তার নামের এক টেইলার্সকর্মীকে রাস্তায় ফেলে প্রকাশ্যে মারধরের মামলায় তপু ও অপু আদালতে আত্মসমর্পণ করেন। আদালত অপুর জামিন মঞ্জুর করেন এবং তপুকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর নগরের আম্বরখানায় টেইলার্সকর্মী নাজমাকে রাস্তায় ফেলে মারধর করেন তপু। তপুর অভিযোগ নাজমা তার টেইলার্সে চাকুরি করত। সেলাইয়ের জন্য বাসায় কাপড় নিয়ে যায় সে। পরে সে ওই কাপড় আর ফেরত দেয়নি। মারধরের ঘটনায় ১১ সেপ্টেম্বর নাজমা আক্তার বাদি হয়ে তপু ও তার ছোট ভাই অপুকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
## সিলেটে রাস্তায় ফেলে নারীকে পেটালেন ব্যবসায়ী
ছামির মাহমুদ/বিএ