ইলিশের উৎপাদন বাড়াতে রামগতিতে আলোচনা সভা


প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য বিভাগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তরা বলেন, ১৫ দিনের জন্য মেঘনা নদীতে সব ধরনের ইলিশ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদফতর। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১০০ কিলোমিটার অভয়াশ্রমের পাঁচ জেলায় এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আর এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট জেলা মৎস্য অফিসে পাঠানো হয়েছে। এ সময়ে কেউ ইলিশ ধরলে তাকে কঠোর আইনের আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহাম্মদ উল্ল্যা সেলিম ও মীর মর্জিনা বেগম।

উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম বলেন, অভিযান চলাকালে নদীতে কেউ মাছ শিকার করলে বা সহযোগিতা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এ কর্মসূচি বাস্তবায়নে এরই মধ্যে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার নদী তীরবর্তী এলাকায় অবহিতকরণ সভা করা হয়েছে।

এ ব্যাপারে মৎস্য অধিদফতরের মৎস্য সংরক্ষণ কর্মকর্তা মো. হাসানুল হক বলেন, অভয়াশ্রম এলাকা হিসেবে চাঁদপুর, ভোলা, লক্ষ্মীপুর, পটুয়াখালী ও শরীয়তপুর জেলার অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে রায়পুরের হাজিমারা পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময় মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখার জন্য কোস্টগার্ড ও পুলিশ অভিযান পরিচালনা করবে।

কাজল কায়েস/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।