স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় নারায়ণগঞ্জে বখাটের কারাদণ্ড


প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইস্পাহানি একরামপুর এলাকায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সোহেল (২০) নামের এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনারা নাজমীন এ সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সোহেল ইস্পাহানি একরামপুর এলাকার শাহবুদ্দিনের ছেলে।

বন্দর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাফীউল জাগো নিউজকে জানান, একরামপুর এলাকার এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে মো. সোহেলকে আটক করা হয়। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে সোহেলকে হাজির করা হলে আদালত তাকে ছয়মাসের সাজা প্রদান করেন।

শাহাদাৎ হোসেন/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।