ভারতের সঙ্গে ‘বন্ধুত্ব’ না ভাঙার অঙ্গীকার ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪১ এএম, ০৫ আগস্ট ২০১৯

বিখ্যাত হিন্দি চলচ্চিত্র ‘শোলের’ ‘ইয়ে দোস্তি হম নেহি ছোড়েঙ্গে’ গানটি দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস।

ভিডিও পোস্টের সঙ্গে লেখা হয়েছে ‘আমাদের বন্ধুত্ব এবং জুটি যেন অটুট থাকে, আমাদের বন্ধুত্ব অনন্য উচ্চতা স্পর্শ করুক।’

গতকাল বিশ্ব বন্ধু দিবসে এভাবেই অভিনব পদ্ধতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বন্ধুত্বের কথা জানানো হলো।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দুই রাষ্ট্রপ্রধানের একসঙ্গে কাটানো বন্ধুত্বের বেশকিছু মুহূর্তের ছবি।

২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর থেকেই সবসময় ইসরায়েলকে পাশে পেয়েছে ভারত। বর্তমান লোকসভায় ৩০৩টি আসন পেয়ে ক্ষমতায় আসার পর বিশ্ব নেতাদের মধ্য থেকে নরেন্দ্র মোদিকে প্রথম শুভেচ্ছাবার্তা পাঠান নেতানিয়াহুই। আবার গত মাসেই ইসরায়েলের ভোট প্রচারকালীন বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে করমর্দনরত মোদির ব্যানার দেখা যায় তেলআবিব শহরে।

আগামী সেপ্টেম্বরেই ইসরায়েলে পুনঃভোটের ঠিক আট দিন আগে ভারতে আসছেন ইসরায়েলের ইতিহাসে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী থাকা নেতানিয়াহু।

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।