ময়মনসিংহ বিভাগের চূড়ান্ত অনুমোদন


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

টাঙ্গাইল ও কিশোরগঞ্জকে বাদ দিয়েই চূড়ান্ত হলো ময়মনসিংহ বিভাগ। শেরপুর, জামালপুর এবং নেত্রকোণা থাকবে এই বিভাগের আওতাধীন। দেশের ৮ম বিভাগ হিসেবে এটি অনুমোদন পেলো।

সোমবার জাতীয় সংস্কার ও বাস্তবায়ন উন্নয়ন কমিটির বৈঠকে এটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।

এছাড়া ভবিষ্যতে ঢাকা বিভাগও পুনর্বিন্যাস্ত করা হবে বলেও জানান তিনি।

জানা গেছে, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের সাধারণ মানুষ এই বিভাগে যেতে অনাগ্রহ দেখিয়ে আন্দোলন করে আসছিলো। ঢাকাকে পুনর্বিন্যাস্ত করে ফরিদপুর বিভাগ এবং চট্টগ্রাম থেকে বৃহত্তর কুমিল্লাকে আলাদা করে বিভাগ করার চিন্তা করছে সরকার।

এসএ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।