আই লাভ বাংলাদেশ


প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

ইউনিলিভারের আয়োজনে সাড়া দিয়ে সম্প্রতি ঢাকা ঘুরে গেলেন ভারতের প্রথম মিস ইউনিভার্স, বলিউড তারকা সুস্মিতা সেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলেন কেন্দ্রের হল অব ফ্রেমে রোববার সন্ধ্যায় তিনি মঞ্চে হাজির হয়েছিলেন উপস্থিতিদের হৃদয় কাঁপিয়ে। জানিয়ে গেলেন বাংলাদেশের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার কথা।

জমকালো আলোর ঝলকানিতে নাটকীয়ভাবে মঞ্চে প্রবেশ করেন এ অনিন্দ্য সুন্দরী। নাচের মুদ্রা এঁকে ‘কিছু একটা’ করলেন। তারপর ভুবন ভুলানো হাসিতে ইংরেজি আর বাংলার কথনে বললেন, ‘বাংলাদেশিরা আমার হৃদয়। এই নিয়ে তিনবার ঢাকায় এলাম। হ্যাটট্রিক সফর এটা। আমি যুক্তরাষ্ট্রের বহু রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দেখেছি। ভারত- বাংলাদেশেও দেখেছি, বাংলাদেশিদের ভালোবাসা আমার হৃদয় ছুঁয়ে যায়। আই লাভ বাংলাদেশ।’

সুস্মিতা ঢাকায় এসেছিলেন ‘ট্রেসমে’ নামের নতুন ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে। অনুষ্ঠানের শুরুতেই পণ্যটির উদ্বোধন করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যান্ড পরিচালক জাভেদ আখতার। এরপর গানে গানে কাটে কিছুক্ষণ। শুরুটা নেমেসিস ব্যান্ডের গাওয়া ‘টু লেট’ গানটি দিয়ে।

গানের পর শুরু হয় মূল অনুষ্ঠান। একে একে মঞ্চে আসেন র‌্যাম্প মডেলরা। মঞ্চে আসেন সাদিয়া ইসলাম মৌ, মেহজাবিন, বিদ্যা সিনহা মিম, সোনিয়া হোসেন, শবনম ফারিয়া প্রমুখ।  

আর সবশেষে সুস্মিতার স্মিত হাসি দিয়ে শেষ টানা হয় এ আয়োজনের। শেষবারের মতো মঞ্চ ছাড়ার আগে উড়ন্ত চুম্বনে এই সাবেক বিশ্বসুন্দরী জানিয়ে দিলেন বাংলাদেশ ও বাংলাদেশিদের ভালোবাসার কথা।

প্রসঙ্গত, দীর্ঘ চার বছর পর গেল রোববার তুতীয় বারের মতো ঢাকায় আসেন সুস্মিতা সেন। তিনি দুপুর সাড়ে বারটায় জেট এয়ারওয়েজের উড়োজাহাজে চড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার সকালে মুম্বাই ফিরে গেছেন বলিউডের এই অভিনেত্রী।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।