ভ্যাট প্রত্যাহার : কারো আনন্দ আর কারো অপেক্ষা


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর টিউশন ফি’র উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তে শিক্ষার্থীদের কেউ আনন্দ উল্লাস করছেন কেউবা নির্দিষ্ট সময় সীমা জানার অপেক্ষায় রাস্তায় অবস্থান করছেন। তবে শিক্ষার্থীদের কেউ ক্যাম্পাসে ফিরছেন কেউবা ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে জানার অপেক্ষা করছেন।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির উপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা যায়।

ভ্যাট প্রত্যাহারের সংবাদে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উল্লাস শুরু হয়। তবে অনেকেই এখনো সন্দেহমুক্ত হতে পারেননি তাই আন্দোলনমুখী স্লোগান দিয়েই যাচ্ছেন। অনেকে আবার করছেন আনন্দ ও বিজয় মিছিল।

শিক্ষার্থীদের অভিযোগ, ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তে গোজামিল আছে কিনা তা তো আমরা নিশ্চিত না। কারণ হিসেবে শিক্ষার্থীরা বলছেন, ভ্যাট নিয়ে অর্থমন্ত্রী নিজে নানা সময় নানা কথা বলেছেন। তাছাড়া মন্ত্রিসভায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত কতো দিনের তা এখনো নিশ্চিত জানা যায় নি।

মন্ত্রিসভার বৈঠক সূত্র জানায়, গতকাল রাত থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের সিনিয়র মন্ত্রীদের সঙ্গে শিক্ষার্থীদের আরোপিত ভ্যাট নিয়ে কথা বলেন। এরপরই ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিসভার বৈঠকেও এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে আবারো টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে ক্লাস বর্জন, বিক্ষোভ ও রাস্তা অবরোধ কর্মসূচি শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

অন্যদিকে কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কাবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে ড্যাফোডিলের এলএলএম এর ছাত্র ও আন্দোলনের অন্যতম সমন্বয়কারী রাকিবুল হাসান জানান, আমরা শুনেছি যে ভ্যাট প্রত্যাহারে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তা কতো দিনের জন্য প্রশ্ন থেকে যায়। অর্থমন্ত্রীর মতো আমরা আর কোনো গোজামিল শুনতে চাই না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই ভ্যাট দিয়ে পড়তে চায় না।

ইবাইস এর ছাত্র রিয়াদ জানান, শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আশা করছি স্পষ্টভাবে স্থায়ীভাবে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত জানাবে সরকার। নইলে আমাদের এ আন্দোলন চলবে।

রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং মোড়ে সকাল থেকেই শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ করছিলেন। দুপুরে ভ্যাট প্রত্যাহারের খবরে আনন্দ ও বিজয় মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। বেলা সোয়া ১টার তথ্য অনুযায়ী সড়কে যান চলাচল শুরু হয়েছে।

শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিলন জানান, ‘আজ ক্লাস করব না। আগামীকাল থেকে ক্লাসে ফিরবো।’

ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের পর রামপুরা সড়ক থেকে অবরোধ তুলে নেয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে ভ্যাট প্রত্যাহারের দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রামপুরা-বাড্ডা সড়ক অবরোধ করে তারা।

শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস (জিজি বিশ্বাস) জাগো নিউজকে জানান, মন্ত্রিসভায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এ খবর জানানো হলেও আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি বন্ধ করেনি। তারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানতে চায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জেইউ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।