যুক্তরাষ্ট্রের সংবিধানে সমকামীদের বিয়ে বৈধ


প্রকাশিত: ১২:২৮ পিএম, ২১ অক্টোবর ২০১৪

সমকামীদের বিয়ে সম্পর্কে মত পাল্টে গেছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। তার মতে, যুক্তরাষ্ট্রের সংবিধানে সব অঙ্গরাজ্যে সমকামীদের বিয়ের বৈধ করার সুযোগ দেওয়া আছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওবামা এই মত ব্যক্ত করেছেন বলে হাফিংটন পোস্ট এক খবরে জানিয়েছেন।

ওবামা বলেন, মার্কিন সংবিধানের সমান সুরক্ষা ধারার আওতায় সব রাজ্যে সমকামীদের বিয়ের বৈধতা দেওয়া উচিত।

সম্প্রতি যুক্তরাজ্যের পাঁচটি রাজ্যে সমকামীদের বিয়ের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা আপিল খারিজ করে দেওয়াকে ইতিবাচক বলেও উল্লেখ করেন ওবামা।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সমাজে পরিবর্তনের একটি ধারা লক্ষ্য করা যাচ্ছে এবং আইন এটার সাথে মানিয়ে নিচ্ছে।

অথচ প্রেসিডেন্ট হওয়ার পরেও এতদিন সমকামীদের বিয়ের বিষয়টি সুরাহা করার দায়িত্ব রাজ্য সরকারের বলেই মনে করতেন ওবামা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।