মাত্র ৮ মিনিটেই রাশিয়া থেকে চীন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ৩১ জুলাই ২০১৯

মাত্র আট মিনিটেই রাশিয়া থেকে চীনে যাওয়া যাবে। বিশ্বের প্রথম আন্তঃসীমান্ত কেবল কারের মাধ্যমে দু'দেশের পর্যটকদের জন্য ভিন্ন ধরনের এক যাত্রাপথের সূচনা হতে যাচ্ছে।

এই কেবল কারগুলো উত্তর-পূর্বাঞ্চলীয় চীনের হেইহে শহর ও রাশিয়ার ব্লাগোভেসচেনস্ক শহরের মধ্যে চলাচল করবে।

এসব কেবল কার আমুর নদীর ওপর দিয়ে চলাচলরত যাত্রীদেরকে ভিন্ন স্বাদ দেবে। তারা পাখির মতো পানির ওপর থেকে দু'দেশের সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন।

russia

রাশিয়া-চীন সীমান্তের ওই নদীটি শীতের সময় বরফে ঢাকা থাকে। ফলে সে সময়কার সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। এই দুই শহরের মধ্যে ভ্রমণে সময় লাগবে মাত্র সাত মিনিটের কিছু বেশি।

তবে পুরো সময়টাই কেবল কারে ব্যয় হবে না। কেবল কারটি মাত্র সাড়ে তিন মিনিটেই এক শহর থেকে আরেক শহরে পৌঁছে যাবে। তবে কেবল কারে ওঠা-নামাসহ সব কিছু শেষ করতে সময় লাগবে আট মিনিট।

এই কেবল কারগুলোতে একসঙ্গে ৬০ জন উঠতে পারবেন। প্রতি ১৫ মিনিট পর পর একটি করে কেবল কার যাত্রীদের নিয়ে এক শহর থেকে আরেক শহরের উদ্দেশে রওনা দেবে।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।