আন্তর্জাতিক কমিটির মাধ্যমে হজ পরিচালনার দাবি প্রত্যাখ্যান সৌদির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ এএম, ৩১ জুলাই ২০১৯

আন্তর্জাতিক কমিটি গঠনের মাধ্যমে হজ পরিচালনার প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করেছে সৌদি সরকার। সৌদি বাদশাহর উপদেষ্টা ও মক্কার প্রধান খালেদ আল ফয়সাল বলেছেন, আন্তর্জাতিক কমিটির সাহায্যে হজ পরিচালনার প্রস্তাব অগ্রহণযোগ্য। এটা মেনে নেয়া হবে না। হজকে রাজনৈতিক রূপ দেওয়ার অনুমতি দেবে না সৌদি সরকার। খবর পার্স ট্যুডে।

সৌদি আরব সুষ্ঠুভাবে হজ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে অভিযোগ করে দীর্ঘদিন ধরেই বিশ্বের বিভিন্ন দেশ ও বহু আলেম হজ পরিচালনার জন্য আন্তর্জাতিক কমিটি গঠনের দাবি জানিয়ে আসছে।

কাতারের হাজিদের প্রবেশ ও হজ পালনে সমস্যা সৃষ্টির পাশাপাশি ইরান, ইয়েমেন ও লিবিয়ার নাগরিকদের নানা জটিলতা তৈরি করে রেখেছে সৌদি সরকার। যখন ইচ্ছা তখন বিভিন্ন দেশের নাগরিকদের হজ পালনের ওপর নিষেধাজ্ঞাও দিচ্ছে তারা।

এ কারণে গত কয়েক বছরে সৌদি সরকারের হজ পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে এবং আন্তর্জাতিক কমিটির মাধ্যমে হজ পালনের দাবি জোরালো হয়েছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।