হস্তশিল্পের ব্যবসা শুরু করছেন মাহি


প্রকাশিত: ০৭:০৩ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

চলচ্চিত্রে ব্যস্ততা কমেছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির। হাতে খুব বেশি ছবি নেই। তাই অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসা শুরু করতে যাচ্ছেন এই নায়িকা।

জানা গেছে, হস্তশিল্পজাত পণ্য নিজেই তৈরি করে বিক্রি করবেন তিনি। প্রাথমিকভাবে হস্তশিল্প নিয়ে কাজও শুরু করেছেন এই অভিনেত্রী। আর এ প্রতিষ্ঠানের নাম হবে ‘স্করপিয়ন হাট’। ল্যাম্পশেড, হ্যান্ডব্যাগসহ নানাকিছু থাকবে তার প্রতিষ্ঠানে। এরইমধ্যে গুলশান, বনানী এলাকায় দোকানও খুঁজতে শুরু করেছেন তিনি।

মাহি জানিয়েছেন ছোটবেলা থেকেই তার হস্তশিল্পের প্রতি টান। স্বপ্ন দেখতেন হস্তশিল্পের প্রতিষ্ঠান গড়ার। এখন তার সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলে জানিয়েছেন মাহি।

এদিকে হস্তশিল্পের উপর অভিজ্ঞতা অর্জনের জন্য সম্প্রতি চীন থেকেও ঘুরে এসেছেন এই অভিনেত্রী।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।