গান গাওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীকে মারধর
গান গাওয়াকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রাজু ইসলাম নামে এক শিক্ষার্থীকে মারধর করেছে স্থানীয় কয়েকজন যুবক। রোববার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরদার পাড়ায় এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় রাজুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরদার পাড়ার ফারুক ছাত্রাবাসে উচ্চস্বরে গান গাওয়ার অভিযোগে স্থানীয় নজরুল ইসলামের ছেলে জুয়েলসহ কতিপয় যুবকের সঙ্গে রাজুর কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে রোববার দুপুরে রাজু ক্যাম্পাস থেকে ছাত্রাবাসে ফেরার পথে রাস্তায় তার বিরুদ্ধে মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করার অভিযোগে দ্বিতীয়বারের মতো হামলা করা হয়। হামলায় মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিক্ষার্থী হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহীনুর রহমান জাগো নিউজকে বলেন, বিষয়টি মিমাংসা করা হয়েছে।
এ ব্যাপারে কথা বললে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ঘটনাটি মিমাংসা হওয়ায় কাউকে গ্রেফতার করা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে বলেও তিনি জানান।
এমএএস/আরআইপি