আল জাজিরার সাংবাদিককে মালয়েশিয়া প্রবেশে বাধা


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

আলজাজিরার অপরাধ অনুসন্ধানী বিভাগের সাংবাদিক মেরি আন জলিকে মালয়েশিয়ার প্রবেশে বাধা দিয়েছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। আলজাজিরার জনপ্রিয় ১০১ ইস্ট নামক প্রোগ্রামের অনুসন্ধানী প্রতিবেদনের জন্য জলি মালয়েশিয়া এসেছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, জলির প্রচারিত সা¤প্রতিক প্রতিবেদন "মার্ডার ইন মালয়েশিয়া" তুমুল বিতর্ক সৃষ্টি করেছে। মার্ডার ইন মালয়েশিয়া অনুসন্ধানে আলোকপাত করা হয় ২০০৬ সালের সব চেয়ে আলোচিত ঘটনা মঙ্গোলিয়ান নারী আলতানতুনিয়া সারিবুর হত্যাকাণ্ড।

আলতানতুনিয়া ছিলেন সরকারি পর্যায়ের ভাষানুবাদ কর্মচারী। ২০০৬ সালের অক্টোবরে তাকে অপহরণ এবং  কিছুদিন নিখোঁজের পর গহীন জঙ্গলে তার লাশ পাওয়া যায়। তার দেহ সি-৪ বিস্ফোরক দিয়ে নিশ্চিহ্ন করা হয়। এ ঘটনা মালয়েশিয়া জুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাকের সঙ্গে মেরির সাক্ষাতের আবেদন জানালেও তা নাকচ করে দেওয়া হয়। পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মালয়েশিয়া বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।