সম্মাননা পাওয়ায় জাবি উপাচার্যকে অভিনন্দন


প্রকাশিত: ০৩:২০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পাক্ষিক অনন্যা কতৃক সম্মাননা পাওয়ায় রোববার সন্ধ্যা ৭টায় উপাচার্যের বাসভবনে শিক্ষকরা এ অভিনন্দন জানান।
অভিনন্দন জানানোর পর গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, জাহাঙ্গীরনগর পরিবারের অভিভাবক ও পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম নারী উপাচার্য হিসেবে তার এই পুরষ্কার প্রাপ্তিতে আমরা আনন্দিত।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম বদিয়ার রহমান, সহকারী অধ্যাপক সেলিনা আক্তার, প্রভাষক অফরোজা পারভীন ও প্রভাষক সুব্রত বণিক,  বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরিফ হোসেন, চারুকলা বিভাগের প্রভাষক এম. এম. ময়েজউদ্দিন, মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক সৈয়দা মরিয়ম লিজা ও বিশ্ববিদ্যালয়ের জাপানী ভাষা শিক্ষক ফুমি ইবিসাওয়া প্রমুখ।

হাফিজুর রহমান/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।