দ. কোরিয়ায় নাইটক্লাব ধসে নিহত ২, আহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪১ পিএম, ২৭ জুলাই ২০১৯

দক্ষিণ কোরিয়ায় একটি নাইটক্লাব ধসে পড়ার ঘটনায় দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জনের বেশি মানুষ। নাইটক্লাবের ভেতরের একটি ব্যালকনি ধসে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

স্থানীয় দমকল বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, শনিবার সকালে দেশটির গুয়ানজু শহরের একটি নাইটক্লাবে ওই দুর্ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপের বেশ কয়েকজন অ্যাথলেট এই দুর্ঘটনায় আহত হয়েছেন বলে ইয়োনহাপ নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ওই অ্যাথলেটরা যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, ইতালি এবং ব্রাজিলের নাগরিক। দুর্ঘটনায় আহত দু'জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তারা দু'জনেই দক্ষিণ কোরিয়ার নাগরিক। তাদের দু'জনের বয়স ৩৮ এবং ২৭ বছর। তবে তারা ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপের প্রতিযোগী ছিলেন না। দুর্ঘটনার সময় নাইটক্লাবটিতে ৩৭০ জন অবস্থান করছিল।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।