দুর্নীতি প্রতিরোধে আইন আছে, প্রয়োগে দুর্বলতা


প্রকাশিত: ০১:০৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধিকে স্বাগত জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে ভালো কাজের স্বীকৃতি এবং খারাপ কাজের তিরস্কার ব্যবস্থা জোরদার করতে হবে। দেশের দুর্নীতি প্রতিরোধে আইন আছে কিন্তু আইন প্রয়োগে রয়েছে দুর্বলতা।

তিনি বলেন, দুর্নীতিকে রুখতে হলে স্বাধীনতার চেতনায় সকল ভয়ভীতির উর্ধ্বে উঠে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

রোববার বিকেলে জামালপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত `স্থানীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ` শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে সরকারের নির্বাচনী অঙ্গীকারের যথাযথ বাস্তবায়ন করতে হবে এবং দল-মতের উর্ধ্বে উঠে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে প্রয়োজনে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার কার্যকর দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

সরকারের সেবামূলক কাজগুলো যাতে জনগণের কাজে আসে সেজন্য সেবামূলক প্রতিষ্ঠানসমূহকে জনবান্ধব উদ্যোগ নিতে হবে এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। দেশের মেধাবী তরুণরা যেন যোগ্যতার ভিত্তিতে চাকরি পায় সেই পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে সনাকের সভাপতি এ এ কে মাহমুদুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম, সনাকের সহ-সভাপতি মাসুদা আক্তার প্রমুখ।

শুভ্র মেহেদী/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।