রাস্তায় নামাজ নিষিদ্ধ উত্তর প্রদেশে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ২৬ জুলাই ২০১৯

রাস্তায় নামাজসহ সব ধরনের ধর্মীয় কার্যকলাপ বন্ধ করে দিয়েছে উত্তর প্রদেশের আলিগড় প্রশাসন। মুসলিমরা রাস্তার উপর নমাজ আদায় করায় গত কয়েকদিন ধরে প্রতি শনি ও মঙ্গলবার রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করছিল কয়েকটি হিন্দু সংগঠন। একই সঙ্গে মহা আরতিও করা হচ্ছিল। দু'ধর্মের মধ্যে এমন পরিস্থিতির কারণে সব কিছুই বন্ধ করে দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আলিগড়ের জেলা প্রশাসক সিবি সিং জানিয়েছেন, নামাজ আদায়সহ সব ধরণের ধর্মীর কার্যকলাপের ক্ষেত্রে একই নির্দেশিকা জারি থাকবে। শুধু ঈদের মতো বিশেষ অনুষ্ঠানে যেখানে প্রচুর মানুষ জড়ো হন, সে ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

আগাম অনুমতি ছাড়া রাস্তার উপর শুক্রবারের নমাজ আদায়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার মতে, প্রত্যেকেরই তাদের নিজেদের ধর্মীয় আচার পালনের অধিকার রয়েছে। তবে তা তারা করবেন নিজেদের ধর্মীয় স্থানে, রাস্তার ওপর নয়। রাস্তায় ধর্মীয় কার্যকলাপ পালন করা হলে তাতে আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রাস্তায় নামাজ আদায় করায় চলতি মাসে প্রতি শনি ও মঙ্গলবার মন্দিরগুলোর সামনের রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করে বজরং দলের মতো বিভিন্ন সংগঠন। তাতে বহু মানুষ যোগ দেওয়ায় যানচলাচল বিঘ্নিত হয়। গত শনিবার মহা আরতি ও হনুমান চালিশা পাঠে অংশ নেন আলিগড়ের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা শকুন্তলা ভারতী।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।