কাউখালীতে গণশুনানি অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫
রাঙামাটির কাউখালীতে অনুষ্ঠিত গণশুনানিতে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।

রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসনের উদ্যোগে এবং কাউখালী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার অফিসার্স ক্লাবে ‘জনসেবার জন্য প্রশাসন’ শীর্ষক অনুষ্ঠিত গণশুনানিতে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মিসেস আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান এসএম চৌধুরী, কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হাসান, কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম, বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ চেযারম্যান মো. সামশুদ্দোহা চৌধুরী।

এছাড়া গণশুনানির আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুছা খান, কাউখালী ক্ষুদ্র চা চাষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. বশির মিয়া, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেযারম্যান থুইমং মারমা, রেশম বোর্ডের সুপার ভাইজার ফরিদা পারভিন, ঘাগড়া ইউপি মেম্বার আবদুল মোতালেব, মহিলা মেম্বার জোৎস্না বেগম, ওয়ার্ড মেম্বার শান্তি মণি চাকমা, সাংবাদিক মো. আরিফুল হক মাহবুব, মো. ওমর ফারুক, উপজেলা সংসদের মুক্তিযোদ্ধা কমান্ডার মো. কালা মিয়া, আবদুল মান্নান লিডার প্রমুখ।

সুশীল প্রসাদ চাকমা/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।