অর্থমন্ত্রীর পদত্যাগ চান গুণ


প্রকাশিত: ১১:২১ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

এবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করলেন বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন। দুদফা তিনি এই স্ট্যাটাস দিয়েছেন।

গুণ ফেসবুক স্ট্যাটাসে মুহিতের পদত্যাগের সঙ্গে অর্থমন্ত্রী পদে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিনকে দেখতে চান বলে উল্লেখ করেছেন।

গত কয়েকদিন ধরে বেতন কাঠামো এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভ্যাট আরোপের দাবিতে আন্দোলন চলছে। এমন অবস্থায় গুণের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন মাত্রা দিয়েছে।

statusকবি নির্মলেন্দু গুণের ফেসবুকে দেয়া স্ট্যাটাসটি জাগো নিউজের পাঠকদের জন্য তুলে দেয়া হলো :

বিদায় অাবুল মাল অাবদুল মুহিত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট চাপিয়ে দেয়ার প্রতিক্রিয়া কতটা তীব্র হতে পারে- সে বিষয়ে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সঠিক ধারণা দিতে পারেননি বরং ভুল ধারণা দিয়েছেন বলে মনে হয়।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ড. ফরাস উদ্দিন ভ্যাটের বিরুদ্ধে অান্দোলনরত ছাত্রদের অাশ্বস্ত করেছেন এই বলে যে, তাঁর বিশ্ববিদ্যালয় ছাত্রদের বেতনের ওপর ভ্যাট চাপাবে না। তাঁকে ধন্যবাদ।

মুহিত সাহেবকে পদে রেখে প্রধানমন্ত্রীর পক্ষে পরিস্থিতির উন্নতি করা সম্ভব হবে বলে অামার মনে হয় না।
হয়তো অারও অবনতিই হবে।
সুতরাং অার বিলম্ব নয়, মুহিত সাহেবকে ধন্যবাদ জানিয়ে ফুলের তোড়া দিয়ে দ্রুত বিদায় করুন। Enough is enough.

মুহিত সাহেব নিজেও পদত্যাগ করতে পারেন। তাতে তাঁর কিছুটা হলেও সুনাম হবে। তাঁর অসম্মান অামরা এড়াতেই চাই। এটাই তাঁর জন্য শেষ সুযোগ।

এসএ/এসআই্এস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।