মানিকগঞ্জে ব্যাংক থেকে ব্যবসায়ীর টাকা ছিনতাই


প্রকাশিত: ১০:৪৪ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইরে ব্যাংকের ভেতর থেকে অভিনব কায়দায় এক ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই হয়েছে। রোববার দুপুরে পূবালী ব্যাংকের সিংগাইর শাখায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে স্থানীয় মানিকদহ গ্রামের ইটভাটা মালিক আ. জব্বার ব্যাংকে ৬ লাখ টাকা জমা দিতে যান। এ সময় কাউন্টারে তিনজন অপরিচিত লোক তার পাশে দাঁড়িয়ে ছিলেন। টাকা জমা দেয়ার রশিদ লেখার সময় অপরিচিতদের একজন জব্বারের পায়ের কাছে একশ টাকা নোট ফেলে দেয়। পরে জব্বারকে জানায় তার টাকা পড়ে গেছে। জব্বার টাকা তুলতে গেলে লোকটি ৬ লাখ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক জাগো নিউজকে জানান, বিষয়টি দুঃখজনক। তবে ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে ঘটনা সনাক্তের চেষ্টা চলছে।

মানিকগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার এএস নেওয়াজী জাগো নিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও তিনি  জানান।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।