জেরুজালেমের আল-আকসা মসজিদে সংঘর্ষ


প্রকাশিত: ১০:১৮ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষ হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে রোববার এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি সৈন্যরা মসজিদে প্রবেশ করার পর ইসরায়েলি সেনারা তাদেরকে গ্রেফতার করতে টিয়ার গ্যাস ছুড়তে ছুড়তে মসজিদের ভেতর প্রবেশ করেন। এরপরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এর আগে গত সপ্তাহে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালোন দুটি মুসলিম সংগঠনকে মসজিদে প্রবেশে নিষিদ্ধ করে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়ার পর এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনার পর ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা মসজিদটি বন্ধ করে দিয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।