চালককে পুড়িয়ে হত্যা : ২ আসামি ৫ দিনের রিমান্ডে
কিশোরগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় অটোরিকশা চালক শামীমকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় আটক প্রধান দুই আসামি জনি ও সাজনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কিশোরগঞ্জ জেলা জুডিশিয়াল আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট আলাউল আকবর রোববার এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুরদর্শক (এসআই) হাবিবুর রহমান শনিবার ১০ দিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে হাজির করেন। রোববার আবেদন শুনানি শেষে প্রত্যেককে ৫ দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।
উল্লেখ্য, মাদক সেবনে বাধা দেয়ায় বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ সদরের যশোদল আমাটি শিবপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে অটোরিকশা চালক শামীমকে হাত-পা বেঁধে গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের চাচা বাদি হয়ে পরদিন একই গ্রামের জনি, আল-আমিন, শফিক ও সাজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। একই দিন বিকেলে জনি ও সাজনকে আটক করে পুলিশ। মামলার অপর দুই আসামি শফিক ও আলামিন এখনো পলাতক রয়েছেন।
নূর মোহাম্মদ/এসএস/আরআইপি