থাইল্যান্ডে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে ডেঙ্গু, মৃত ৬৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১২ পিএম, ২৩ জুলাই ২০১৯

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে প্রাণঘাতী ভাইরাস জ্বর ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে এই জ্বরে আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ; প্রাণ গেছে অন্তত ৬৪ জনের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রী লোয়ে প্রদেশের চিয়াং খান হাসপাতাল সফরে গিয়ে ডেঙ্গু জ্বরে এই হতাহতের তথ্য জানান।

গত সপ্তাহে দেশটির বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত প্রায় সাড়ে ৪ হাজার রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে ২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৭৪ জনে। এছাড়া নিহত হয়েছেন ৬৪ জন। তবে এ বছরের শেষের দিক নাগাদ দেশটিতে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজারে পৌঁছাতে পারে।

আরও পড়ুন : ডেঙ্গু দমনে লন্ডন থেকে আসছে ‘ভদ্র মশা’

দেশজুড়ে ডেঙ্গু নজরদারি ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গুর দ্রুত বিস্তার ঠেকাতে ও নতুন সংক্রমণের সংখ্যা জানতে স্বাস্থ্যসেবা খাবেশ কিছু উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ বছর ডেঙ্গুর প্রকোপ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ভয়াবহ আকার ধারণ করেছে। ফিলিপাইনে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ছয় মাসে প্রায় ৫০০ জনের প্রাণহানি ঘটেছে।

প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৩৯০ মিলিয়ন মানুষ ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হন। ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ বোঝা যায় আক্রান্ত হওয়ার পর তিন থেকে ১৪ দিনের মাথায়। ভাইরাসে আক্রান্তদের ডেঙ্গুর লক্ষণ ব্যক্তিভেদে আলাদা আলাদা হয়ে থাকে।

তবে বেশিরভাগ সময়ই আক্রান্তদের শরীরে বিভিন্ন অংশে ব্যথা, চুলকানি ও বমি হয়। প্রচণ্ড মাথা ব্যথার পাশাপাশি অনেক সময় জ্বর ১০৪ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়।

এসআইএস/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।