শরণার্থীদের স্বাগত জানিয়ে ইউরোপে মিছিল
শরণার্থীদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ইউরোপ ও অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে মিছিল করেছে কয়েক লাখ মানুষ। শনিবার অভিবাসীদের সমর্থনে ডাকা বিশেষ কর্মসূচি ডে অব অ্যাকশন উপলক্ষে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় শরণার্থীদেরকে ইউরোপে স্বাগত জানান মিছিলে অংশগ্রহণকারীরা। খবর আল জাজিরা ও বিবিসির।
যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য থেকে লাখ লাখ মানুষ নিজ দেশ ছেড়ে ইউরোপে পাড়ি দিচ্ছেন। অনেক সময় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবে প্রাণ হারাচ্ছেন এসব শরণার্থী। এদিকে, শরণার্থীদের ঢল সামলাতে হিমিশিম খাচ্ছে ইউরোপ।
জার্মানি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার অন্তত নয় হাজার শরণার্থী মিউনিখে পৌঁছেছে। এছাড়া রোববার পর্যন্ত এসব শরণার্থীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে দেশটি। এর আগে এসব শরণার্থীকে নিজেদের দেশে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানান জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।
এদিকে, সিরিয়ার শরণার্থীদের সহায়তার দাবিতে শনিবার লন্ডনে প্রায় এক লাখ লোক মিছিল করেছে। এ সময় অনেকের হাতে `কোনো মানুষই অবৈধ নয়`, `সীমান্ত খুলে দাও` লেখাসহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। মিছিলে লেবার পার্টির নতুন নেতা জেরেমি করবিন অংশ নেন।
জেরেমি করবিন বলেন, এসব বিচ্ছিন্ন (শরণার্থী) মানুষের জন্য তোমার মন ও হৃদয় খুলে দাও, যাদের নিরাপদ জীবনের জন্য একটি জায়গা প্রয়োজন। তারাও আমাদের মতো মানুষ। এসময় শরণার্থীরা তার বক্তব্যকে সমর্থন জানান।
এর আগে গত সপ্তাহে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্রিটেনে ২০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছিলেন। মিছিলে অংশগ্রহণকারীরা এ সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন। মিছিলে অংশ নেয়া একজন বলেন, এটা পরিষ্কার শরণার্থী ইস্যুতে সরকারের গৃহীত পদক্ষেপ ভুল।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে সংসদ ভবনের বাইরে মিছিল করেছে প্রায় ৩০ হাজার মানুষ। এসময় বিক্ষোভকারীরা বলেন, চিৎকার করে বল, পরিস্কার করে বল, শরণার্থীরা এখানে স্বাগতম।|
সুইডেনের রাজধানী স্টকহোমে এক হাজারের মতো মানুষ মিছিল করেছে। এ সময় তারা শরণার্থীদের জন্য আরো বেশি সহায়তা দেওয়ার আবেদন জানান।
এছাড়া ফ্রান্স, অস্ট্রিয়া, নেদারল্যান্ডও শরণার্থীদের প্রতি সমর্থন জানিয়ে মিছিল হয়েছে।
পূর্ব ইউরোপের কয়েকটি দেশে শরণার্থী ও অভিবাসী বিরোধী মিছিলও হয়েছে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে প্রায় পাঁচ হাজার লোককে মিছিলে ইসলাম-বিরোধী শ্লোগান দিতে দেখা গেছে। চেক রিপাবলিকের রাজধানী প্রাগে প্রায় ৮০০ বিক্ষোভকারী চেক রিপাবলিকে শরণার্থীদের ও ইসলাম চাই না লেখা ব্যানার ও সীমান্ত রক্ষা কর লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেছে।
এসআইএস/এমএস