‘শিক্ষা অধিকার চত্বর’
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। ভ্যাট প্রত্যাহারের দাবিতে রোববার তৃতীয় দিনের মতো রাজপথে বিক্ষোভ করছেন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তবে রাজপথে নেমেই থেমে নেই তারা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম অনলাইনেও চালাচ্ছেন প্রচার-প্রচারণা। রোববার ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির ফেসবুক পেজে শিক্ষার্থীরা তাদের আন্দোলনস্থল রামপুরা ব্রিজ সংলগ্ন স্থানটিকে ‘শিক্ষা অধিকার চত্বর’ হিসেবে ঘোষণা করেছেন। সেখানে লিখেছেন; ‘শিক্ষা অধিকার চত্বর , রামপুরা উত্তাল... ভ্যাট বিরোধী আন্দোলন চলছে...ইস্ট ওয়েস্ট আবারো প্রতিবাদে মুখর...’
এদিকে ব্লগেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। মোটকথা তাদের আন্দোলন রাজপথ থেকে অনলাইনেও ছড়িয়েছে। ভ্যাটবিরোধী আন্দোলনের উত্তাপ এখন মূলত ভার্চুয়াল জগতেই সবচেয়ে বেশি। মিলছে সর্বশেষ তথ্য সেইসঙ্গে জনসহানুভূতি।
এসএইচএস/পিআর