উত্তর প্রদেশে বজ্রপাতে ৩২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৫ এএম, ২২ জুলাই ২০১৯

ভারতের উত্তর প্রদেশে বজ্রপাতে প্রায় ৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বজ্রপাতে আহত হয়েছে আরও ১৩ জন।

রোববার উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, বজ্রপাতে নিহতদের মধ্যে সাতজন কানপুর, সাতজন ফাতেহপুর, পাঁচজন ঝানসি, চারজন জালাউন, তিনজন হামিরপুর, দু'জন ঘাজিপুর, একজন করে জাওনপুর, প্রতাপগর, কানপুর দেহাত এবং আরও একজন চিত্রাকুটের বাসিন্দা।

এর আগে গত শনিবারও দেওরিয়া এলাকায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। অপরদিকে কুশিহগরে সাপে কেটে আরও একজনের মৃত্যু হয়েছে।

রাজ্যজুড়ে এই মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারকে ৪ লাখ টাকা করে দেয়ার জন্য জেলার ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতেরও নির্দেশ দিয়েছেন তিনি।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।