ঝড়ো বাতাসের কারণেই ক্রেন দুর্ঘটনা


প্রকাশিত: ০৭:১৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণেই সৌদি আরবের মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনা ঘটেছে বলে দাবী করেছে কর্তৃপক্ষ। শনিবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের মহাপরিচালক জেনারেল সুলাইমান আল-আমর রাষ্ট্রীয় টেলিভিশন আল আরাবিয়াকে বলেন, ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে গাছ উপড়ে পড়ে ক্রেইন দুর্ঘটনা ঘটেছে।

শুক্রবার মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় অন্তত ১০৭ জন নিহত এবং ২৩৮ জন আহত হন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ বাংলাদেশি হাজি আহত হয়েছেন বলে জানা গেছে।

এ দুর্ঘটনার বিভিন্ন ছবি সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। টুইটারে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায় রক্তাক্ত বহু মানুষের দেহ কংক্রিটের স্তূপের মধ্যে পড়ে আছে। লাল রঙের একটি বিশাল ক্রেইনের অংশবিশেষও এসব ছবিতে দেখা গেছে।

মক্কার আমির প্রিন্স খালেদ আল-ফয়সাল ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার মসজিদুল হারামের চতুর্থ তলায় একটি ক্রেন ভেঙে পড়ে। গত বছর থেকেই মসজিদটির বর্ধিতকরণ কাজ শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। হজের সময় মানুষের স্থান সংকট দেখা দেওয়ায় মসজিদুল হারামের পরিধি আরো চার লাখ বর্গমিটার বাড়ানো হচ্ছে। এই কাজ শেষ হলে এক সঙ্গে অন্তত ২২ লাখ হাজি মসজিদটিতে নামাজ পড়তে পারবেন। প্রতি বছর ৩০ থেকে ৪০ লাখ মুসলমান হজ পালন করতে  বিশ্বের সর্ববৃহৎ এই মসজিদে সমবেত হন।

এদিকে, এ দুর্ঘটনা হজ পালনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে হজ আয়োজক কমিটির একজন কর্মকর্তা। তিনি বলেন, এই দুর্ঘটনা এ বছরের হজ যাত্রীদের উপর কোনো প্রভাব ফেলবে না।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।