ঢাবির ভর্তি বিজ্ঞপ্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী। আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রোববার সকালে এ রিট আবেদনটি দায়ের করেন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর তিনি একই বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন সংশ্লিষ্টদেরকে। রিটে একইসঙ্গে ১৯৭৩ সালের রাষ্ট্রপতির ৪৬ নম্বর আদেশ অনুসারে ভর্তির নির্দেশনাও চাওয়া হয়েছে রিট আবেদনে।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন ইউনুছ আলী আকন্দ।
তিনি বলেন, ‘১৯৭৩ সালের রাষ্ট্রপতির ৪৬ নম্বর আদেশে বলা হয়েছিল, উচ্চ মাধ্যমিক (এইচ এসসি) বা সমমানের পরীক্ষায় কেউ উত্তীর্ণ হলে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করে। সে অনুসারে সকলেই যেন ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে সে নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে এ সরকার স্নাতক শ্রেণিতে ঢাবিতে ভর্তির ক্ষেত্রে যে নীতি অনুসরন করছে তা রাষ্ট্রপতি আদেশের সঙ্গে সাংঘর্ষিক।’
এফএইচ/এআরএস/এমএস