পাকিস্তানে হাসপাতালে আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২১ জুলাই ২০১৯

পাকিস্তানের খাইবার পাখতুনখুয়া প্রদেশের দেরা ইসমাইল খান এলাকার জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে একটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছে।

রোববার সকালে ট্রমা সেন্টারের ভেতরে এক আত্মঘাতী ওই হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার সকালে রোগী এবং হাসপাতালের কর্মীরা যখন হাসপাতালে প্রবেশ করছিল সে সময়ই তাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

ওই বিস্ফোরণের পরপরই সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল। তারা সেখান থেকে মরদেহ উদ্ধার করেছে এবং আহতদের হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

অপরদিকে, রোববার সকালে দেরা ইসমাইল খান এলাকার কোটলা সাইদানের একটি নিরাপত্তা চেকপোস্টে গোলাগুলির ঘটনায় জেলার দুই পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।