শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি


প্রকাশিত: ০৫:২৯ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

শেরপুরে বন্যা কবলিত সদর উপজেলার চরাঞ্চলের পানি নামতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি গত দুই দিন যাবৎ কমতে শুরু করেছে। তবে শেরপুর-জামালপুর সড়কের পোড়ার দোকান ডাইভারশনের ওপর দিয়ে ১২ সেপ্টম্বর শনিবারও এক ফুট উচ্চতায় বন্যার পানি গড়িয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, পানি কমার সঙ্গে সঙ্গে ব্রক্ষপুত্র নদের তীরবর্তী এলাকার মানুষের মধ্যে নদী ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। কামারের চর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবীবুর রহমার হাবীব জাগো নিউজকে বলেন, একবার পানি বৃদ্ধির সময় ৬নং, ৭নং চর, পয়স্তির চর এলাকার নদী ভাঙনে কয়েকটি পরিবারের ভিটেমাটি নদীগর্ভে চলে গেছে। এখন পানি কমার সঙ্গে সঙ্গে ফের ভাঙ্গণ শুরু হয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে উৎকণ্ঠা দেখা দিয়েছে।  

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবীবুর রহমান জাগো নিউজকে জানান, পানি নামতে শুরু করেছে। এতে শেরপুর সদর উপজেলার ছয়টি ইউনিয়নের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি পুরোপুরি নেমে গেলে বন্যার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যাবে। নদী ভাঙণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে পদক্ষেপ নেয়া হবে।

হাকিম বাবুল/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।