ভারতে গাড়ি দুর্ঘটনায় ৯ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ পিএম, ২০ জুলাই ২০১৯

ভারতের পুনেতে সড়ক দুর্ঘটনায় নয় জন শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার রাতে পুনে-সোলাপুর মহাসড়ক হয়ে ওই শিক্ষার্থীরা ব্যক্তিগত গাড়ি নিয়ে যাচ্ছিলেন। মাঝপথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হয়।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির অনলাইন প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে কাদামাওয়াক নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুনে শহর থেকে যার দূরত্ব মাত্র ২০ কিলোমিটার।

স্থানীয় পুলিশ স্টেশনের এক কর্মকর্তা বলেছেন, ‘দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তারা রাজগড় থেকে তাদের নিজের শহর ইয়াবতে ফিরছেলেন। মাঝপথে সামনে থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাদের গাড়িটির সংঘর্ষ ঘটে।’

তিনি আরও বলেন, গাড়িটিতে থাকা মোট নয় শিক্ষার্থীর সবাই ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাদের সবার বয়স ১৯ থেকে ২৩ বছরের মধ্যে। ঘটনাস্থলেই সবার মৃত্যু হয় বলে জানান তিনি।

পুলিশের ওই কর্মকর্তা জানান, ‘নিহত ওই শিক্ষার্থীদের মরেদহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা বিষয়টির তদন্ত শুরু করেছি।’

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।