আরটিভির সাংবাদিককে পেটালো পুলিশ


প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীর পান্থপথ মোড়ে আরটিভির স্টাফ রিপোর্টার নাজিবউদ্দিন ফরায়েজীকে পিটিয়ে আহত করেছে দুই পুলিশ সদস্য। শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। আহত নাজিবউদ্দিন ফরায়েজীকে পান্থপথের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নাজিব জানান, তিনি কমফোর্ট হাসপাতালে এক আত্মীয়কে দেখে সিএনজি অটোরিকশায় কারওয়ান বাজারের অফিসে ফিরছিলেন। পথে পান্থপথ মোড়ে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে জাকির নামে এক পুলিশ কনস্টেবল তাকে আটকান।

তবে অটোরিকশার চালক বলেন, কনস্টেবল জাকির অটোরিকশা থামিয়েই লাঠি দিয়ে বাড়ি দিয়ে তার অটোরিকশার গ্লাস ভেঙে ফেলেন। ভাঙা কাঁচের টুকরো গায়ে লাগলে নাজিব ওই কনস্টেবলকে গ্লাসে লাঠিপেটা করার কারণ জানতে চান।

এ সময় তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। তখন জাকির এবং এএসআই দেলোয়ার দুজন মিলে নাজিবকে অটোরিকশা থেকে নামিয়ে পুলিশ বক্সের মধ্যে এনে মারধর করেন। নাজিব অভিযোগ করেন, কনস্টেবল জাকির তাকে বুকে লাথি দিয়ে ফেলে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিব সাংবাদিক পরিচয় দিলে জাকির বলেন, ‘আমার বাড়ি গোপালগঞ্জ। মান্নার মতো রিমান্ডে নিয়ে তোকে পিটাবো।’

পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) হাসান মোস্তফা উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘যে ঘটনা ঘটেছে তাতে কনস্টেবলের ফল্ট পেয়েছি। তাকে অলরেডি ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে।’

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।