২৪০ কিলোমিটার দূরের বৃষ্টির আভাস পায় হাতিরা


প্রকাশিত: ০৭:৪৪ এএম, ২১ অক্টোবর ২০১৪

অনেক দূর থেকে বৃষ্টি আর ঝড়ের আভাস পায় হাতিরা। ২৪০ কিলোমিটার পর্যন্ত দূর থেকে ঝড়-বৃষ্টির আভাস টের পেয়ে সেই দিকে রওনা দেয় হাতিরা।

দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশগুলোয় বছরের বেশিরভাগ সময় শুষ্ক ও গরম থাকে। গবেষকরা জানিয়েছেন, এসব অঞ্চলের প্রাণীরা তাই বেঁচে থাকার তাগিদে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বৃষ্টির সময়ের সব সুবিধাটুকু নিয়ে নিতে চায়। হাতিরা স্বভাবে পরিযায়ী হয়। খাদ্য ও জলের সন্ধানে তারা দল বেধে এক জায়গা থেকে আর এক জায়গায় যায়।

গবেষকরা জানান, অনেক সময় হাতির দল কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই নিজেদের যাত্রাপথের পরিবর্তন করে। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে গবেষকরা হাতির দলের ১৪টি ভিন্ন ভিন্ন হাতির গতিবিধি লক্ষ্য করেছেন। সেই গতিবিধি লক্ষ্য করে দেখেছেন হাতিরা বৃষ্টির উপস্থিতি দূর থেকে টের পেয়ে প্রয়োজনে নিজেদের গতিপথ পরিবর্তন করে এবং ওই অঞ্চলের দিকে রওনা দেয়। সূত্র: পিটিআই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।